ওবামাকে মুসলিমদের স্বাগত
আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো প্রেসিডেন্ট বারাক ওবামার মসজিদ পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন মুসলিমরা। আগামীকাল বুধবার ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর সফরে যাওয়ার কথা ওবামার। তার এমন সিদ্ধান্তে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোরের সভাপতি মকবুল প্যাটেল বলেন, প্রেসিডেন্ট ওবামা আমাদের মসজিদ পরিদর্শনে আসবেন এ জন্য আমরা সম্মানীত বোধ করছি। তাকে আমরা স্বাগত জানাই। এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে হাজার হাজার পরিবার। শনিবার হোয়াইট হাউজ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য ওবামা এই সফরে যাচ্ছেন। এ সফরে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ওবামার। সেখানে তার ভাষণ দেয়ার কথা। যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে যখন অপরাধ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার করছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তখনই এমন সফরে যাচ্ছেন ওবামা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মুসলিমের সংখ্যা প্রায় ৩৩ লাখ। তারা মোট জনসংখ্যার শতকরা এক ভাগ।