কবিতা: হারানো শৈশব

মুনিয়া আফরোজ:
যদি পারতেম সেই ছোট্ট
বেলার দস্যি মেয়ে হতে,
খড়কুটোতে গড়াগড়ি করে,
যেতাম পুকুর ধারে।
হতাম আমি বৈঠা ছাড়া নাও,
হতাম শালিক পাখি,
বিকেল বেলা খেলার সময়
অঞ্জনার ঘুমটি ভেঙে,
আনতাম তারে ডাকি।
ইশ্ যদি হতেম আবার,
হতেম আবার ময়না, শালিক, টিয়ে
হারিয়ে যাওয়া পুতুলটাকে খুঁজে
নিয়ে দিতেম পুতুল বিয়ে!
মা হারা সেই পিচ্চি ছেলে,
নামটা যেন কি?
সেও কি আসতো অতিথি হয়ে?
বলতো হেসে, দিদি রেঁধেছো আজ কি!
হারিয়ে গেল ছোট্ট বেলা,
হারালো অঞ্জনা!
মা হারা পিচ্চি টাও আর দিদি বলে না!
হারিয়ে যাওয়া পুতুলটা আর
খুঁজার সময় নেই,
বড় হাওয়ায় মানুষের আর
শখ থাকে না!
তারা সব যান্ত্রিক আজ,
সময়ের ব্যবধানে!
তাদেরও যে ছিল সুন্দর শৈশব,
আছে কি তাদের মানে?