করোনা ভাইরাসে ওয়াশিংটনের প্রাণ গেল কুমিল্লার একজনের

ভার্জিনিয়া ডেস্ক:
প্রানঘাতী করোনা ভাইরাস আরো একজনের প্রান কেড়ে নিলবৃহত্তর ওয়াশিংটন এলাকায়।
১৬ এপ্রিল ভার্জিনিয়া উডব্রীজ শহরের বাসিন্দা কুমিল্লার মুরাদনগরের সন্তান ফরিদ উদ্দীন (৬০) করোনা ভাইরাসে চিকিৎসারত অবস্থায় উডব্রীজস্থ সেন্ট্রা হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহে … রাজেউন) করেছেন ।
পারিবারিক সুত্রে জানা যায়, ফরিদ উদ্দীনের সন্তান জাহিদ ইসলাম প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারিন্টিনে থাকা অবস্থায় তার পিতা ফরিদ উদ্দীন তার সাথে বসবাস শুরু করেন। পরে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উডব্রীজস্থ সেন্ট্রা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ১৬ এপ্রিল বৃহষ্প্রতিবার সকাল ৮ টার সময় সময় তিনি ইন্তেকাল করেন। এ নিয়ে বৃহত্তর ওয়াশিংটনে তিন প্রবাসী বাংলাদেশীর প্রাণ কেড়ে নিল নভেল করোনা ভাইরাস।