কলকাতার গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রান গেল বাংলাদেশির
ডেস্ক রিপোর্টঃ
ভারতের কলকাতায় একটি গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
শনিবার ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে।
এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’জন। খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, ফ্রি স্কুল স্টরিটের গেস্ট হাউসটিতে শনিবার ভোরে আগুন দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।