‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক এবার অভিনয়ে
বিনোদন ডেস্কঃ
‘কাঁচা বাদাম’ গান গেয়ে সাধারণ সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়া ভুবন বাদ্যকরের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছে। এক সিরিয়ালে নায়িকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’- গান গেয়ে ভারতে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তার গানের তালে নেচেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। তবে বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গান গেয়ে। এ দিকে গানটিও কপিরাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে। অভাব-অনটনে দিন কাটছিল তার। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেখা সাক্ষাৎকারে ভুবন অভিনয় প্রসঙ্গে বলেছেন, ‘দুই-তিন মাস আগে শুটিং করেছি। সিরিয়ালে আমি মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাধা দেবে। আর এ নিয়েই গল্প এগোবে।’
ভুবন আরও জানান, সিরিয়ালে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন। জানিয়েছেন, সামনে সুযোগ পেলে আরও অভিনয় করতে চান তিনি।
সূত্র: আনন্দবাজার