কাতারে সাংবাদিক মুসা আহমেদ বখতপুরির ২য় মৃত্যুবার্ষিকী পালিত
কাতার প্রতিনিধিঃ
বৃহস্পতিবার কাতারে বাংলাদেশ সাংবাদিক ফোরাম এবং বৃহত্তর ফটিক সমিতির সাবেক সভাপতি ও চ্যানেল আই কাতার প্রতিনিধি প্রয়াত মুসা আহমেদ বখতপুরির ২য় মৃত্যুবাষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর ফটিক সমিতি।
স্থানীয় রাজমহল হোটেলে মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রহিম পারভেজ মুসা। আহমেদ বখতপুরির কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন উপদেষ্টা মেজবা উদ্দিন পেয়ারু, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মুক্তিযোদ্বা মোঃ মুসা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারী লিংকন, মহসিন খাঁনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মুসা আহমেদ ছিলেন সৎ ও নির্লোভ মানুষ। তার মধ্যে ছিলো সততা। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি মানুষের উপকার করে গেছেন। তিনি তার কীর্তি দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কবি মফিজুর রহমান।