শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাসেম সোলাইমানির শেষকৃত্যে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০২০
news-image

ডেস্ক রিপোর্টঃ

ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে দেশটির প্রভাবশালী কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির শোক মিছিলে লাখো মানুষের ঢল। দেশটির শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। পুরো শহরই যেন জনসমুদ্রে পরিণত হয়।

স্থানীয় সময় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ইরানের কেরমান শহরে ইরানের ক্ষমতাধর সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির দাফন সম্পন্ন হয়। কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠানে গিয়ে পদদলিত হয়ে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রেভুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ নেতা কাসেম সোলাইমানির শেষকৃত্যে লাখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার সোলাইমানির নিজ শহর কেরমানে অনুষ্ঠিত এই শেষকৃত্যে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

আর পড়তে পারেন