শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৩, ২০২৪
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমি বহু বছর যাবত কোথায়ও মা বোনদের এতোটা সম্পৃক্ততা পাই নি। শাহমাহমুদপুরের মা বোনরা এখানে এসে প্রমাণ করেছেন জনগণের পক্ষে কথা বলার জন্য, কথা শোনার জন্য। আমরা আপনারা তত্তাবধায়ক সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন বর্তমান সরকার কিভাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন শাহমাহমুদপুর ইউনিয়নের যুবদলের কর্মী ফারুককে কিভাবে গুলি করে হত্যা করেছে। ঐদিন আসলে তারা স্বপন মাহমুদকেও হত্যা করতে গিয়েছিল। আমরা ফারুকের মামলা পুনঃজীবিত করবো। তার বিচার এই চাঁদপুরের মাটিতে হবে। আন্দোলন সংগ্রামে চাঁদপুর জেলার মধ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন সবার সেরা। এজন্য আমি আমার সহকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিএনপি’র লোকজন কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। কাউকে কিছু বললে বিএনপিকে জানিয়ে কিছু বলবেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা দু’হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশাকরি আমাদের আন্দোলন সফল হয়েছে। আপনারা দেখেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। তিনি বলেন, আমি এই ইউনিয়নে তেমন কোন অনিয়মের অভিযোগ পাইনি। আপনারা এই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন, আমাদেরকে জানাবেন। কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না। আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদি সরকারের আমলে মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে চলতে পারে নি। হুজুরদের কথা বলতে দেয় নাই। তাদের বিচার না হওযা পর্যন্ত রাস্তায় হাটতে দেয়া হবে না। বর্তমান সরকার ফ্যাসিবাদীদের বিচার করে দায় মুক্তি দিলে তাদেরকে হাটতে দেয়া হবে। এখন আমাদের নৈতিক দায়িত্ব এই সরকারকে সহায়তা করা।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন ফয়সাল, আবু তাহের খোকা, বাকের খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সহ-সভাপতি করিব হোসেন রনি, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহাবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপি”র সাধারণ সম্পাদক মহসীন তপদার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সফিক কবিরাজ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন প্রমূখ।

উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উক্ত মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ইউনিয়ন বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজি। শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল মিজি। এর পর সমবেত কন্ঠে পরিবেশন করা হয় জাতীয় সংগীত।

আর পড়তে পারেন