কিশোর গ্যাং থেকে আপনাদের সন্তানদের দূরে রাখবেন : চাঁদপুর সদর ওসি বাহার মিয়া

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের সভাপতি একজন চাঁদপুর সাংবাদিক মহলের গৌরব। প্রাথমিকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমিও একদিন তোমাদের মত প্রাথমিক বিদ্যালয় পড়েছি। মানুষ হলো পৃথিবীর সৃষ্টির সেরা জীব। তোমরা কখনো বাবা-মায়ের অবাধ্য হবে না। নিয়মিত বিদ্যালয়ে আসবে। মুরুব্বি ও শিক্ষকদের সম্মান করবে। জুলাই বিপ্লবের পর এই ইউনিয়নে শিক্ষার দ্বারা ব্যাহত হয় নাই। কারণ এই অঞ্চলের মানুষ যথেষ্ট শিক্ষা বন্ধব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা খেলাধুলায় ভালো খেলেছো পুরস্কার পাবে, আর যারা পাবে না ভবিষ্যতের জন্য চেষ্টা করবে। তোমরা মোবাইলে আসক্ত হবে না। তোমাদের সকলের জন্য দোয়া রইল।
অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে ওসি বলেন, সন্ধ্যার পর আপনাদের সন্তানদের বাহিরে যেতে দিবেন না। মোবাইল, ফেসবুক থেকে বিরত রাখুন। মাদক একটি সামাজিক ব্যাধি। আপনাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখবেন। তাদের কাছে মাদকের খারাপ দিকগুলো তুলে ধরবেন। কিশোর গ্যাং থেকে আপনাদের সন্তানদের দূরে রাখবেন। তোমরা শিশুরা বিপদে পরলে ৯৯৯ কল করবা, আমরা ব্যবস্থা গ্রহন করবো। বাল্য বিবাহ কে আমরা না বলি, কারন বাল্য বিবাহ সমাজের ব্যাধি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি একজন মানবিক পুলিশ অফিসার। তিনি জনগণের সেবাকে ব্রত হিসেবে নিয়েছেন। বাহার ভাই সার্বক্ষণিক মডেল থানায় সেবা দিয়ে যাচ্ছেন। আমরা মিডিয়াতে যারা আছি সার্বক্ষণিক উনার সারা পাচ্ছি। বাহার ভাই একজন ধৈর্যশীল অফিসার, আইনের সেবক। আইন-শৃঙ্খলার ব্যাপারে তিনি সদা তৎপর। সদরে আইনশৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলছে।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধরী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সদস্য ও অভিভাবক মো: শওকত কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি মো: রবিউল আউয়াল (রবি) গাজী, বিশিষ্ট বালু ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মিজিসহ অন্যান্যরা।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া ও বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া কে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী।