কী ঘটেছিল ইত্যাদির শুটিংয়ে, জানালেন হানিফ সংকেত
কী ঘটেছিল ইত্যাদির শুটিংয়ে, জানালেন হানিফ সংকেত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়িতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং চলাকালে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর শুটিং শুরুর কিছুক্ষণ পরই দর্শকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, মারামারি এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময়ের জন্য শুটিং বন্ধ রাখা হয়।
ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক হানিফ সংকেত ঘটনার বিষয়ে বলেন, “অনুমানের চেয়ে অনেক বেশি লোক সমবেত হয়েছিল। প্রায় পাঁচ লাখের বেশি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। আমি মঞ্চে উঠতেই শুনলাম, চারপাশের তিন কিলোমিটারের রাস্তা পর্যন্ত জনস্রোত প্যাকড। কিছু দর্শক বাঁশের ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে এগিয়ে আসতে শুরু করেন। তখন বিশৃঙ্খলা শুরু হয় এবং কেউ কেউ চেয়ার ছোড়াছুড়ি করতে থাকেন। পরিস্থিতি ম্যাচাকার হয়ে যায়।”
তিনি আরও বলেন, “সেখানে নারী-শিশুসহ নানা বয়সের মানুষ ছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, আমিও বারবার শান্ত থাকার আহ্বান জানিয়েছি। পরিস্থিতি অবনতি হলে প্রশাসনকে ডেকে বললাম, এভাবে শুটিং সম্ভব নয়। তখন শুটিং কিছু সময়ের জন্য বন্ধ করে লাইট নিভিয়ে দিলাম। সবাইকে অনুরোধ করলাম, ‘শান্ত হন। আপাতত অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’ এরপরও পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় তিন ঘণ্টা লেগে যায়।”
হানিফ সংকেত এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, “আমরা বুঝতেই পারিনি এত বেশি লোক হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানতেন না যে এত মানুষ আসবে। আমাদের শুটিংয়ের জন্য জায়গাটা আরও বড় হওয়া উচিত ছিল। জেলা প্রশাসকের সঙ্গে শুটিংয়ের বিষয়ে কথা বলার সময় তারা বলেছিলেন, ‘এটা গ্রামীণ এলাকা, এখানে অত মানুষ পাবেন না।’ কিন্তু অনুষ্ঠানের দিন প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হন। স্থানীয় জনগণ অত্যন্ত আন্তরিক ছিলেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং লজ্জিত হয়েছেন।”
ঘটনার পরপরই কিছু সময়ের জন্য শুটিং বন্ধ থাকলেও পরে তা আবার শুরু হয়। হানিফ সংকেত বলেন, “আমরা যখন শুটিং বন্ধ করি, তখন স্বাভাবিকভাবে অনেকেই ফিরে যেতে শুরু করেন। নারীরা বাসায় চলে যান। তবে আমাদেরও সন্দেহ হচ্ছিল যে শেষ পর্যন্ত শুটিং চালানো যাবে কি না। কিন্তু পরবর্তী সময়ে যারা রয়ে গিয়েছিলেন, তারা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। শুটিং শেষ হওয়ার সময়ও দেড় থেকে দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।”