শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে লোক প্রশাসন বিভাগের প্রধান হলেন রশিদুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২০
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল­া বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক মোঃ রশিদুল ইসলাম শেখ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়, বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাসুদা কামাল ১ ফেব্রæয়ারি শিক্ষা ছুটিতে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪(৩) অনুযায়ী বিভাগটির পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক মোঃ রশিদুল ইসলাম শেখকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হয়। এ আদেশটি ফেব্রুয়ারির ১ তারিখ থেকে কার্যকর হয়।

আইন অনুযায়ী রশিদুল ইসলাম আদেশ কার্যকরের দিন থেকে আগামী তিন বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

আর পড়তে পারেন