শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবির ৭ প্রশাসনিক পদে নতুন মুখ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০২৪
news-image

কুবির ৭ প্রশাসনিক পদে নতুন মুখ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক বিভিন্ন শূন্য পদে নতুন করে প্রভোস্ট, সহকারী প্রক্টর ও হাউজ টিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। এছাড়াও হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের প্রভাষক মাহিনূর আক্তার ও ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম।

প্রক্টোরিয়াল বডিতে এসেছেন নতুন মুখ৷ গত ২৩ সেপ্টেম্বর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পর আজ সহকারী প্রক্টর হিসেবে নতুন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা হলেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

প্রসঙ্গত, নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট, সহকারী প্রক্টর ও হাউজ টিউটর আগামী দুই বছরের জন্য তাঁরা দায়িত্ব পালন করবেন।

আর পড়তে পারেন