শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০২৪
news-image

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১ সিপিসি-২।

সোমবার (২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লায় অভিনব কৌশলে

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আলী করিম রিয়াদ (৩৩) এবং চৌদ্দগ্রামের ছাঁন্দকরা গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন রানা (৩৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

আর পড়তে পারেন