শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৩টি দোকানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২, ২০২৪
news-image

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৩টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

জেলা প্রশাসন কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) এ অভিযানে ৩টি দোকানকে ৩টি মামলায় ৫,৫০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে প্রায় ১২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন একই কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা।

এছাড়া, পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

আর পড়তে পারেন