শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইলজুড়ে হাজী ইয়াছিন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২০, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তি হয়েছে বেশ কিছুদিন হল। দুয়েকদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হবে জানা গেছে। কে আসবে নতুন কমিটিতে তা নিয়ে বেশ সরব কুমিল্লার রাজনীতি। দুয়েকদিন ধরে নতুন আরেকটি ধারা পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সাবেক সংসদ সদস্য  হাজী আমিন উর রশীদ ইয়াছিনের সমর্থনে তাঁর সমর্থিত নেতাকর্মীরা ফেসবুক প্রোফাইলে নিজেদের ছবি পরিবর্তন করে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে। নতুন কমিটিতে হাজী ইয়াছিনকে পুনরায় আহ্বায়ক হিসেবে দেখার জন্যই নেতাকর্মীরা এ পদক্ষেপ নিয়েছেন বলে একাধিক সূত্র জানায়।

হাজী আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তির পিছনে একাধিক কারণ থাকলেও হাজী ইয়াছিনের কর্মকান্ড ছিল ইতিবাচক। তাই নেতাকর্মীরা তাকে পুনরায় এই  কমিটিতে দেখতে চান। তারা বলেন- হাজী ইয়াছিন ভাই ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ৫ আগষ্টের পর অনেকের বিরুদ্ধে বাড়ি-ঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। কিন্তু সেখানে হাজী ইয়াছিন ভাই ব্যতিক্রম। যার বিরুদ্ধে একটাও অভিযোগ নাই। বিগত ১৫ বছরে দলের দু:সময়ে তিনি সক্রিয় ছিলেন। নেতাকর্মীদের পাশে তিনিই ছিলেন। সুসময়ের পাখিদের দিয়ে যেন নতুন কমিটি না করা হয়। আমরা হাজী ইয়াছিনকে চাই। নতুন কমিটিতে নেতৃত্বে তিনিই থাকবেন । হাজী ইয়াছিনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত সময়ে যারা এমপি বাহারের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা হাজী ইয়াছিনকে বাদ দিতে ষড়যন্ত্র করছে। কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নাই। সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে নেতা হাজী ইয়াছিনের ছবি দিয়েছি।

 

আর পড়তে পারেন