কুমিল্লায় পিকআপ ভ্যানের বডির ভিতর থেকে গাঁজা উদ্ধার, আটক ২
অভিনব কায়দায় পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপনে প্রকোষ্ট বানিয়ে গাঁজা পরিবহন করার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১ সিপিসি ২। এই সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদক বহনকারী একটি পিক আপ উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার তৈলকুপি এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীরা হলেন হৃদয় (১৯) কুমিল্লা বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং মোহসীন (৫৮) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার ধীরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে একটি পিক আপের বডির ভিতরে প্রকোষ্ঠ বানিয়ে মাদকের চালান যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার তৈলকুপি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। আটক করা হয় পিক আপটিকে। পিকআপের বডির ভিতরে প্রকোষ্ঠ তৈরি করে মাদক সাজিয়ে নিয়ে যাচ্ছিল এই ব্যবসায়ীরা। পরে পিক আপের বডি খুলে মাদক উদ্ধার করে র্যাব সদস্যরা।
এ বিষয়ে কুমিল্লা ১১ সিপিসি ২ কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আসামিরা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়েছে।