কুমিল্লার আলেখারচর বিশ্বরোডের দুইটি দোকানকে জরিমানা

শাহ ইমরান:
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোডে অবস্থিত দুইটি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করেন । এসময় লকডাউন অমাণ্য করে দোকান খোলা রাখায় সতর্ক করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা কাটা করার জন্য বলেন।
বুধবার ( ৬ মে) বিকাল ৫ টায় অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরা দৈনিক আজকের কুমিল্লাকে জানান, দুইটি দোকান খোলা থাকায় এবং সামাজিক দূরত্ব অমান্য করে কেনা কাটা করার কারণে দুইটি দোকান কে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরা বলেন, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।