কুমিল্লার কাপ্তান বাজারে মোটরসাইকেল ও মাইক্রেবাসের সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার সড়কের মাথায় মোটরসাইকেল ও মাইক্রেবাসের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বোরবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
মোটরসাইকেল আরোহী নিহত হুমায়ুন কবির বাদল (৪০) নগরীর শাকতলা এলাকার এটিএম মাহাবুবুল ইসলামের ছেলে। তিনি ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, মোটরসাইকেল চালক হুমায়ুন কবির কাপ্তান বাজার সড়ক থেকে গোমতীপাড়ের সড়কে ঊঠার সময় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হুমায়ুন কবির গুরুতর আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।