চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।
রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের দাদা আবুল হাশেম।
জানা গেছে, রোববার দুপুরে দুই বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
এক পর্যায়ে পাশের পুকুরে জান্নাতুল ফেরদৌসকে ভাসতে দেখে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে মুন্সিরহাট নেছারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।