কুমিল্লার টমছমব্রিজ থেকে ২৩ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার;
কুমিল্লা মহানগরীতে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১১, সিপিসি-২ সদস্যরা।
শুক্রবার (৮ জুলাই) সকালে মহানগরীর টমছমব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার মুদারপুর (বড়বাড়ি) গ্রামের মোঃ মানিক মিয়া’র ছেলে মোঃ জুয়েল মিয়া(১৯)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।