কুমিল্লার তিতাসে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম।
এসময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সাইদুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতি ও এসআই আ: করিমের নেতৃত্বে তিতাস থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।