শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়ায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আহত-২

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০২০
news-image

 

বরুড়া প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৪) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় একই গ্রামের রানা (৩৩) ও সাদ্দাম (২৮) নামের আরো দুইজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে শিলমুড়ী (উঃ) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন হাসেম মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত জহির পৌরসভার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে কে বা কারা ফোন করে হাসেম মার্কেট নিয়ে যায়। ওখানে জহির উপস্থিত হওয়ার পর সংঘঠিত জামেলা মিট করার চেষ্টাকালে তাকে পিটিয়ে হত্যা করে। পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

 

আর পড়তে পারেন