কুমিল্লার বরুড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় শাকপুর ইউনিয়নের শাকপুর পশ্চিমপাড়ায় হুমায়ূন কবির নামের এক ব্যক্তি বাঁশ কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় বাড়ির পাশের বাঁশ বাগানে বাঁশ কাটার সময় আগাছা সড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত হুমায়ূন কবির সকালে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক শকট খেয়ে ঘটনাস্থলে মৃত্যবরণ করেন।
বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।