কুমিল্লার বিএনপির রাজনীতিতে ঝড় বইছে, সবার চোখ গুলশানে

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে যে কোন সময়। গতকাল সোমবার রাতে এ কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশ প্রবল ছিল। কিন্তু নানা সমীকরণের ফলে কমিটি রাতে ঘোষণা হয়নি। এদিকে এ কমিটি ঘোষণা ঘিরে কুমিল্লার রাজনীতিতে ঝড় বইছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপ একে অপরের সমালোচনায় ব্যস্ত সময় পার করছে। আবার হাজী ইয়াছিনকে পুনরায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক পদে রাখার দাবি জানিয়ে সবার প্রোফাইলে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে তার সমর্থিত নেতাকর্মীরা।
কমিটিতে আহ্বায়ক পদে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নাম বেশ আলোচনায় রয়েছে। তবে হাজী ইয়াছিনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে তার নেতাকর্মীরা মনে করছেন। তবে সদস্য সচিব পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম থাকাটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। এ পদ নিয়ে কোন প্রতিযোগিতা নেই।
গতকাল কমিটি ঘোষণা না হওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। অনেকে বলছেন- জাকারিয়া তাহের সুমন হয়তো এবার হাজী ইয়াছিনকে ছাড় দিতে পারেন। আবার অনেকে বলছেন আহ্বায়ক পদে জাকারিয়া তাহের সুমন চূড়ান্ত হয়ে গেছে।ছাড়া দেয়ার সম্ভাবনা নেই। তবে হাজী ইয়াছিন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হওয়ায় তাকে অন্য কোন শাখার দায়িত্বও দেয়া হতে পারে।
বিভিন্ন সূত্রমতে, যুগ্ম আহ্বায়ক পদে আমিরুজ্জামান আমির, মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকু, মাহবুব চৌধুরীর নাম থাকাটা প্রায় নিশ্চিতই বলা যায়।তবে যুগ্ম আহ্বায়ক পদে চৌদ্দগ্রামের বিএনপি নেতা কামরুল হুদা পুনরায় থাকার জন্য লবিং করছেন বলে জানা গেছে। তবে শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত-এই বক্তব্য দেওয়ার জন্য বেশ সমালোচিত হয়েছিলেন এই বিএনপি নেতা। ফলে এই কমিটিতে জায়গা পাওয়াটা কামরুল হুদার জন্য বেশ কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্ট সূত্র।
এদিকে যুগ্ম আহ্বায়ক পদে রেজাউল কাইয়ুমের নাম শোনা যাচ্ছে। বিগত বিলুপ্ত কমিটিতেও তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন।
কুমিল্লার তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতে, এই কমিটিতে এমন কোন লোককে স্থান দেওয়া উচিত নয়, যারা বিগত সময়ে দখলবাজি, চাদাঁবাজি করেছে।
একাধিক সূত্রমতে, আজকালের মধ্যে কমিটি ঘোষিত হতে পারে।