কুমিল্লার লাকসামে রিপোর্ট এলো ৫ দিন পর, নতুন ১১ জনসহ আক্রান্ত ১১৪

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ
পাঁচদিন বন্ধ থাকার পর কুমিল্লার লাকসামে করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজনদের রিপোর্ট দেয়া শুরু হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) এর রিপোর্ট, ৪৬টি নমুনান মধ্যে ১১ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়ছে। উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ১১৪ জন। সুস্থ হয়েছেন ১৩ জন।
গত ৬ জুনের পর কুমিল্লা ল্যাব থেকে লাকসামের নমুনা পরীক্ষা স্থগিত থাকে। এদিকে ২ দিন বন্ধ রেখে নমুনা সংগ্রহ করে লাকসাম উপজেলা করোনা রে্যাপিড রেন্সপন্স টিম।
জানা গেছে, কিট সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা ব্যাহত হয়। ২ দিন বন্ধ থাকার পর ফের কার্যক্রম চালু করে কতৃপক্ষ। কিন্তু প্রায়শই দখা যায় লাকসাম থেকে প্রেরীত নমুনা দু’একদিন পর পর পাওয়া যায়। কিন্তু এবার একটানা ৫ দিন বন্ধ থাকায় জনমনে উৎকন্ঠা ও সন্দেহ দানা বাঁধে।
এদিকে, প্রায় প্রতিদিনই নানা বয়সী মানুষের আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় জনসাধারণের মাঝে দেখা দিয়ছে আতংক।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল আলী জানান, ল্যাবে সমস্যা হওয়ায় দু’দিন পরীক্ষা বন্ধ ছিল। আর অতি মাত্রায় নমুনা সংগ্রহ হওয়ায় ল্যাবে টেষ্ট করে শেষ করতে পারছেনা তাই অনেক নমুনা জমে আছ। তবে ল্যাবের ধারণ ক্ষমতা বাড়ানা হচ্ছে। নতুন মেশিন আসলে এ সমস্যা থাকবে না।