শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে খালের মাটি কাটার হিড়িক, নীরব ভূমিকায় প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২৫
news-image

কুমিল্লার সদর দক্ষিণে খালের মাটি কাটার হিড়িক, নীরব ভূমিকায় প্রশাসন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিভিন্ন খালের মাটি কাটা ও পুকুর সংস্কারের নামে মাটি কাটার হিড়িক পড়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই একটি অসাধু চক্র প্রকাশ্যে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে। এসব মাটি ট্রাক দিয়ে নিয়ে যাবার সময় সড়কে পড়ছে। আবার এস্কেভেটর (ভেকু) দিয়ে খাল খনন করে মাটি বিক্রি করা হলেও এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এতে স্থানীয় সড়ক নষ্ট হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন নিরব ভুমিকায় প্রশাসন আর প্রশাসনের এমন নীরব ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চৌয়ারা ইউনিয়নের সোনাছড়ী খালের ভুবনপুর, জঙ্গলপুর এবং সাতবাড়িয়ার অংশের খালের মাটি এস্কেভেটর (ভেকু) দিয়ে খনন করে ট্রাকযোগে মাটি সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র। স্থানীয় জনপ্রতিনিধিরা এ কাজের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।

জনপ্রতিনিধি জড়িত থাকার বিষয়ে অস্বীকার করে স্থানীয় মেম্বার ইকবাল মিয়া জানান, মাটি কাটার সাথে আমি জড়িত না আমার নামে একটা মহল অপপ্রচার চালাচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, কিছু অসাধু মাটি ব্যবসায়ী কোনো কিছু তোয়াক্কা না করে মাটি কেটে বিক্রি করছেন। মাটি বহনকারী গাড়ি সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন রাস্তায় দ্রুত গতিতে চলাচল করছে। আকার ভেদে প্রতি গাড়ি মাটি ৫শ’ থেকে ১৫’শ টাকায় বিক্রি হচ্ছে। অনেক জায়গায় সড়কের অংশ কেটে গাড়ি উঠা-নামার ব্যবস্থা করায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এসব যানবাহনে মাটি বহন করার সময় ধুলাবালিতে পথে চলাচলকারী মানুষের নানা সমস্যা হচ্ছে। মানুষ শ্বাসকষ্টসহ বায়ু দূষণজনিত অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন।

মাটি নিয়ে যাওয়ার কারণে আশপাশের ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানোর পর তারা খাল খনন বন্ধ করে দিলেও কিছুদিন পর মাটি ব্যবসায়ীরা আবার মাটি কাটা শুরু করেন। এভাবেই খালের মাটি খনন আর মাটি বিক্রির উৎসব চলছে। অনেকে আবার দিনে মাটি না কেটে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছেন। কিন্তু প্রশাসনের নজরদারিতেও বন্ধ হচ্ছে না মাটি কাটা ও বিক্রির ব্যবসা।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন মাটি কাঁটার অনুমতির বিষয়ে আমার জানা নেই আমাদের ইউএন ও মহোদয় বলতে পারবেন। তবে রাতের আধারে যে মাটি কাটা হয় তা যৌথবাহিনি অভিযান পরিচালনা করবে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম বলেন, মাটি কাটার তো অনুমতি নেই। যারা বলে অনুমতি আছে তাদেরকে অনুমতির কাগজ দেখাতে বললেন। আমরা অভিযোগ পেলে অভিযান পরিচালনা করি। তারপর ও আপনারা আমাকে তথ্য দেন, আমি এসিল্যান্ড দিয়ে মোবাইল কোর্ট এর মাধ্যমে ব্যবস্থা নেব।

আর পড়তে পারেন