কুমিল্লায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামের কোদালিয়া থেকে চার হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে চৌদ্দগ্রামের কোদালিয়া থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো. সালেহ আহমেদ সবুজ কোদালিয়ার মো. জয়নাল আবেদিনের ছেলে।
রোববার সকালে, র্যাব কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কুমিল্লার একটি আভিযানিক দল কোদালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক ও তার কাছ থেকে চার হাজার পিচ ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনার বিষয়টি স্বীকার করে।