শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ – বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৫, ২০১৯
news-image

সেলিম চৌধুরী হীরাঃ

“পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই” এই শ্লোগানকে সামনে রেখে গনসংহতি আন্দোলন লাকসাম প্রতিবাদ ও বিক্ষোভের আয়োজন করে৷

শনিবার (১৪ ডিসেম্বর) লাকসাম বাইপাস এই বিক্ষোভ সমাবেস অনুষ্ঠিত হয়েছে৷

গনসংহতি আন্দোলন লাকসামের সদস্য সচিব জহির রায়হান বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির মূল বক্তব্য উপস্থাপন করে বলেন, এই প্রতিবাদে দেশের সকল নাগরিক এগিয়ে এসে আমাদের পাশে দাড়ানো উচিৎ৷ কথায় কথায় বাদ্যুৎ সহ জিনিষ পত্রের দাম বাড়িয়ে জনর্দূভোগ সৃষ্টি করা যাবেনা৷ আগামী দিনে বিদ্যুতের দাম বাড়ানো হলে, জনগনকে তা প্রতিহত করার আহবান জানান তিনি৷

লাকসাম গণসংহতির দপ্তর বিষয়ক সচিব শাহজাহান শামীমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুগ্ন- সচিব আঃ রহিম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন লাকসামের জাবেদ হোসেন, শ্রমজীবি সংহতি আহবায়ক শাহজাহান, রহমান, বিল্লাল, টিপু, খোরশেদ৷ এসময় সংগঠনে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

আর পড়তে পারেন