বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শহরে সিএনজি চালক ও ফার্মেসীকে অর্থ জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০২০
news-image

শাহ ইমরান:

কুমিল্লা সদরে স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে  ৪ জন সিএনজি চালক এবং অতিরিক্ত মূল্য রাখায় শাসনগাছায় একটি ফার্মেসিকে অর্থ জরিমানা করা হয়।

শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  শারমিন আরা ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট  শারমিন আরা  জানান, সদরের  পালপাড়া ব্রিজ  ও শাসনগাছা বাস স্ট্যান্ড এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ৪ টি সিএনজি চালককে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৪টি মামলা দায়ের করা হয়।

অপর একটি অভিযানে শাসনগাছা এলাকায়  ১৩০ টাকার হেক্সিসল ২৬০ টাকায় বিক্রি করার অপরাধে  জলিল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বর্ণিত স্থানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য সকলকে সতর্ক করা হয়।

আর পড়তে পারেন