কুমিল্লায় ট্যাক্সিক্যাবে গাঁজা পাচারকালে ১০ কেজি গাঁজাসহ আটক যুবক

ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্যাক্সিক্যাবে গাঁজা পাচারকালে ১০ কেজি গাঁজাসহ মো. কাউসার আলম (৩৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১২ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার কাউসার ঢাকার সাভারের আমিনবাজার এলাকার কুমারবাড়ি গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, ‘মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্যাক্সিক্যাবের পেছনে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।