মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পথশিশুদের ঈদ!

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

 

সেলিম সজীব

ঈদবাজারের শেষ সময়ের ব্যস্ততার মধ্যে গত শুক্রবার বিকেলে কুমিল্লা রেলস্টেশন দেখা মেলে এসব শিশুর। শেষ বিকেলে শহরের পথে পথে দেখা মেলে ওদের। কারও কারও পরনে নেই কোনো কাপড়। আবার কারও কাপড় বিবর্ণ ও ছেঁড়া। বিপণিবিতানগুলোতে ঘুরে ঘুরে ইফতারি সংগ্রহ করে। আর দোকানে টাঙানো বাহারি সব পোশাক নেড়েচেড়ে দেখে। বিকেল পেরিয়ে গেছে। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। শহরের বিপণিবিতানে তখন চলছে ইফতারের প্রস্তুতি। বাহার মার্কেট বিপণিবিতানের দোকানে দোকানে ঘোরাঘুরি করছে ছয়-সাত শিশুর একটি দল। দোকান থেকে ইফতারি সংগ্রহের ফাঁকে ওরা দোকানে টাঙানো জামা নেড়েচেড়ে দেখছে আর নিজেদের মধ্যে হেসে হেসে কথা বলছে। কেউ কেউ আবার পানি- সিগারেট বিক্রি করে ঈদ জামা কিনার জন্য।

আর পড়তে পারেন