কুমিল্লায় বইছে কালবৈশাখী ঝড়

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাত থেকেই কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে কুমিল্লায় প্রথমে কালবৈশাখী ঝড় শুরু হয়। এরপর সকাল সাতটার দিকে কালো মেঘে ছেয়ে যায় কুমিল্লার আকাশ। তারপর শুরু হয় দমকা হাওয়া। পরে তীব্র গতিতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়।
আর এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, এছাড়া মঙ্গলবার সারাদিন আকাশ কখনো মেঘলা ও কখনো রোদের লুকোচুরি চলবে।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সকাল সাতটা রাজধানীতে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে দেখা গেছে।