কুমিল্লায় ব্যবসায়ী মালিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানজীনা রুমকীঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে কুমিল্লা জেলার সকল ব্যবসায়ী মালিকদের সাথে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ।
এ সভায় আরো উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান, অতিঃ পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জগণ।