কুমিল্লায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ওয়ারেন্ট ভূক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই ইকতার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের মৃত আবদুল হামিদের পুত্র তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সালাম আনিসকে (৫৮) গ্রেপ্তার করা হয়।
একই রাতে পৃথক আরেক অভিযানে উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর এলাকার আবুল হাসেমের পুত্র শরীফুল হাসান (৩২) ও একই এলাকার মৃত নিরঞ্জন দাস এর পুত্র রতন চন্দ্র দাস (৩৪ কে আটক করা হয়।
উভয়েই জিআর মামলায় তালিকাভূক্ত আসামি। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।