শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে উপজেলা পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৭
news-image

 

মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার দুপুরে উপজেলা পূজা উদযাপন কমিটি’র উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন- ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সর্বস্তরে নিশ্চিতের দাবীতে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্নশান ও মহাদেব মন্দিরে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন কুমিল্লা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র আলোচনা রাখেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মল পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী, মাষ্টার নান্টু চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা উত্তম সরকার, চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্নশানের সেবায়াত মাষ্টার রুপম সেনগুপ্ত। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মাষ্টার অনিল দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি সুকুমার রঞ্জন দে, পৌর কমিটির সাধারন সম্পাদক নকুল সাহা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কনক চৌধুরী, বলরাম কর্মকার প্রমুখ।

আর পড়তে পারেন