কুমিল্লায় স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্কঃ
টানা কয়েকদিন গরমের পর কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হয়েছে।
সপ্তাহখানেকের তাপদাহের পর সোমবার (১৩ মে) রাতে এই বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি মিলেছে কুমিল্লাবাসীর।
আবহাওয়াবিদ মো. শাহিন জানান, ফণীর প্রভাবে রাজধানীতে সর্বশেষ ৪ মে বৃষ্টি হয়েছিল। এখন সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী দু’তিন দিন বৃষ্টিপাত চলবে।
এদিকে, বৃষ্টির আগে গত কয়েক দিন কুমিল্লাতে তাপমাত্রা ছিল গড়ে ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস।