শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা উ: জেলা শ্রমিকলীগের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৪, ২০১৭
news-image

শাহীন আলমঃ
কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিকলীগের আলোচনা ও পরিচিতি সভা শনিবার ৩ টায় কোম্পানীগঞ্জ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এর নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকলীগ নেতা মো. মনু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিকলীগের নবগঠিত আহবায়ক মো. মজিবুর রহমান।
উত্তর জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. আল আমিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম। সভায় উত্তর জেলা শ্রমিকলীগকে কার্যকর ও গতিশীল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অতিথিগণ বক্তব্য রাখেন। এবং অচিরেই ৭টি উপজেলা ও ১ টি থানার শ্রমিকলীগের কমিটি করার ঘোষনা দেন। উল্লেখ্য, গত (৫ সেপ্টম্বর) কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিকলীগের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহবায়ক ঘোষনা করা হয় মো. মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক দিপক কুমার আইস, মো. রেজাউল করিম, কবিরুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, মো. রুবেল ভূইয়া, মো. আল আমিন, সদস্যগন হলেন মো. নুরুল ইসলাম,এস এম সালাউদ্দিন, মো. মেহেদী হাসান, আবদুল হান্নান, মো. হুমায়ূন কবির, জাভেদ মিয়া, ফুল মিয়া , মোখলেছ মিয়া, আনোয়ার হোসেন, আবদুর রব, বাহারুল্লাহ, মাইনুদ্দিন, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, রুস্তম আলী শিকদার, শামীম মিয়া, আলম মিয়া, সোহেল মিয়া, মাহবুব আলম, বিল্লাল হোসেন, গিয়াস উদ্দিন, রাশিদা বেগম, নুরজাহান বেগম, মো. মুনু মিয়া, আলাউদ্দিন, মোসলেম উদ্দিন, দেলোয়ার হোসেন, আ. আউয়াল, মো, বাবু, বিল্লাল হোসেন, আক্তার হোসেন, কাদিম হোসেন, রকিবউদ্দিন, মো. মনির, মো. জালাল সরকার, মানিক মিয়া।

আর পড়তে পারেন