কুমিল্লা ডিসি অফিসের ১০ কর্মকর্তা-কর্মচারির কুমিল্লায় করোনা পজিটিভ ঢাকার রিপোর্টে নেগেটিভ
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার রিপোর্টে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের ১০ জন কর্মকর্তা ও কর্মচারির করোনা পজিটিভ আসলেও পরে তা ঢাকার রিপোর্টে নেগেটিভ এসেছে।
জানা যায়, গত ৬ জুন তাঁদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিডিআরবিতে পাঠানোর পর তাদের সবার ফল নেগেটিভ এসেছে। ফলে তাদের ১০ জনই এখন করোনা মুক্ত।
কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ জানান, আগে পড়ে নেওয়া নমুনার ফল এমন হতে পারে। হার্ড ইমিউনিটি থাকলে অনেকেই ৩/৪ দিনে সুস্থ হয়ে যেতে পারেন, ফলে তাদের করোনা নমুনার ফলাফল নেগেটিভ আসতে পারে।