কুমিল্লা নগরীতে আর্জেন্টিনার সমর্থকদের শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল

সেলিম সজীবঃ
কুমিল্লায় আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভ কামনা জানিয়ে সমর্থকরা মহানগরীতে শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল বের করে।
নগরীর তালপুকুর পাড় থেকে সমর্থক তরুণরা একত্রিত হয়। এর আগে রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঘোষণা দেয় তারা। আজ নিজ দেশের লাল-সবুজের পতাকার সাথে আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ মিছিলটি বের করে। পাশে পিকআপ ভ্যানে সাউন্ড সিস্টেমে বাজতে থাকে গত বিশ্বকাপের সাকিরার গাওয়া থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গানটি। মিছিলটি নগরীর তালপুকুর পাড় থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর, সদর হাসপাতাল মহিলা কলেজ সড়ক দিয়ে রাজগঞ্জ হয়ে ফৌজদারী মোড় থেকে পুলিশ লাইন হয়ে আবার তালপুকুরপাড় এলাকায় এসে শেষ হয়।
আনন্দ মিছিলটি সড়ক প্রদক্ষিণকালে আর্জেন্টিনার সমর্থকরা ‘বেস্ট অব লাক’ আর্জেন্টিনা বলে উল্লাস প্রকাশ করে। এ সময় সড়কের দুপাশে পথচারীদের মধ্যে যারা আর্জেটিনার সমর্থক তারা হাত তুলে মিছিলটিকে স্বাগত জানায়।
মিছিলে অংশগ্রহণ করা তরুণ যুবক সুজন, কাউছার, সাদী, আনোয়ার, শাকিল উল্লাস প্রকাশ করে জানান, খেলা হবে মাঠে, উন্মদনা হবে পাড়ার মোড়ের চায়ের দোকানে, রাস্তায় রাস্তায়। আমরা আর্জেন্টিনার সমর্থক। এবার বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করবে বলে মনে করি।