কুমিল্লা নগরীর রাজিব হত্যা মামলার আরেক আসামি হাবিব গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর বজ্রপুরের রাজিব হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রবিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় হত্যা মামলার আসামি হাবিবকে গ্রেফতার করা হয়।
অভিনব কায়দায় অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক এস এম আরিফুর রহমান তাকে গ্রেফতার করে।
এ নিয়ে এ হত্যা মামলার সর্বমোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গত ১৪ আগষ্ট রাত সাড়ে ১০ টায় বজ্রপুর মৌলভীপাড়া গোলচত্বর এলাকায় মোঃ শাহনি মিয়ার ছেলে রাজিবকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ বিষয়ে নিহত রাজিবের মা রহিমা বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জন আসামীকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার রাতে অভিযান চালিয়ে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত বজ্রপুর এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোঃ লিটন(২২), মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২০), মোঃ খোকন মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া (২৪) কে আটক করে। পরে হত্যাকান্ডের প্রধান আসামী পলাশকেও আটক করা হয়। সব মিলিয়ে চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান আসামী পলাশসহ মোট চারজন আসামীকে আটক করে পুলিশ।