কুমিল্লা ফাঁকা, ভোটের টানে গ্রামে গেছে মানুষ
স্টাফ রিপোর্টারঃ
শুক্র-শনিবারসহ নির্বাচনকে কেন্দ্র করে টানা চারদিন ছুটি থাকায় ফাঁকা হতে শুরু করেছে কুমিল্লা।
শহর ফাঁকা হতে শুরু করলেও উপজেলাগুলোতে রীতিমতো মানুষের ঢল নেমেছে। ভোট উৎসব উপলক্ষে সরগরম হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।
কুমিল্লার বিভিন্ন রেলস্টেশন ও বাস টার্মিনালে ছিল মানুষের উপচেপড়া ভিড়। ট্রেনের ছাদেও তিল ধারণের জায়গা ছিল না। দু’দিনে উৎসবমুখর পরিবেশে নিজ নির্বাচনী এলাকায় ফিরছে শ্রমজীবী মানুষ। যার অধিকাংশই ভোটার। নির্বাচনী প্রচারণার শেষদিন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত। কর্মব্যস্ততার ফলে শহর থেকে গ্রামে ফেরা অধিকাংশ ভোটারই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেনি।
প্রচার-প্রচারণায় অংশ না নিতে পারলেও জাতীয় নির্বাচন উপলক্ষে এসব মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।