কুমিল্লা মহানগরীতে দুটি ফার্মেসীকে অর্থ জরিমানা
শাহ ইমরানঃ
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় কুমিল্লা নগরীর ইপিজেড রোডে প্রেসক্রিপশন সেন্টার ও চাপাপুর ছাতার মেডিকেল এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এস এম মুস্তাফিজুর রহমান। অভিযান পরিচালনাকালে ড্রাগ আইন ১৯৪০ এর বিভিন্ন ধারায় অর্থ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এস এম মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লা জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।