কুমিল্লা সদরে নৌকা পেয়েও মনোনয়নপত্র জমা দেননি
স্টাফ রিপোর্টার:
আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েও রহস্যজনক কারণে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন বাহালুল। ফলে স্বতন্ত্র প্রার্থী মো: হাছান রাফি রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নে তৃণমূল পর্যায়ের ভোটে হাছান রাফি রাজুর নাম পাঠানো হয় কেন্দ্রে। কিন্তু সবাইকে অবাক করে বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল দলীয় মনোনয়ন পেয়ে যান। দলীয় মনোনয়ন ঘোষণার কয়েক ঘন্টা পর রহস্যজনক কারণে ফেসবুকে ঘোষণা দিয়ে নির্বাচন না করার ঘোষণা দেন নৌকা প্রতিকের প্রার্থী।
নৌকা প্রতিকের জন্য এত লবিং, আবার নৌকা পেয়ে কেন নির্বাচন না করার ঘোষণা দিলেন তা নিয়ে কুমিল্লায় চলছে কানাঘুষা। অনেকে বলছেন প্রভাবশালির চাপে নৌকা পেয়েও নির্বাচন করতে পারছেন না তিনি। সব মিলিয়ে এই বিষয়টি এখন বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এই বিষয়ে জানতে ইকবাল হোসেন বাহালুলের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।