বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে পৌণে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৬, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দৌলতপুর এলাকা হতে ৩ হাজার ৭৫২ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

২৬ সেপ্টেম্বর ভোররাতে দৌলতপুর এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের নন্দিরবাজার (মধ্যম মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) এবং একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার @ ফারজানা (৩০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন