কুমিল্লা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন এড. টুটুল

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল।
রোববার (১৯ মে) বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন প্রদান করা হয়।
এড. আমিনুল ইসলাম টুটুল এর আগে ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দ্বিতীয়বারের মত দলীয় মনোনয় পেয়ে এড. আমিনুল ইসলাম টুটুল তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২য় বারের মত দলীয় মনোনয়ন লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্য বৃন্দ এবং আমাদের প্রিয় নেতা যিনি আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তিল তিল করে সৃষ্টি করেছেন আমার অভিভাবক মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আদর্শ সদর উপজেলার প্রতিটি মানুষের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে একবার ভাইস চেয়ারম্যান এবং একবার চেয়ারম্যান নির্বাচিত করে সম্মানিত করেছেন।