শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে একই পরিবারের চার জনসহ ৫ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২২, ২০২০
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন।

এ নিয়ে শুক্রবার (২২ মে) পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

জানা য়ায়, রাহাত ফিলিং স্টেশনের মালিক মোঃ আবদুল কুদ্দুস গত ২০ মে করোনার উপসর্গ নিয়ে মারা যায়। তার দাফন করার জন্য পরিবারের সবাই গ্রামের বাড়ি চৌয়ার ইউনিয়নের হেমজোরা মৈশান বাড়িতে গেলে স্তী হালিমা খাতুন (৫২),বড় ছেলে হন্দয় (২৭),মেজ ছেলে রাহাত (২৭),এবং ছোট ছেলে রোহান (১৬) করোনায় আক্রান্ত হয়।

এছাড়াও পশ্চিম জোর কানন ইউনিয়নের ধনপুর গ্রামের মো: কাউসার (৩১) ঢাকা থেকে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে আসেন গত ১৬ তারিখ। তার করোনা উপসর্গ দেখা দিলে পরিক্ষায় পজেটিভ আসে।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণ উপজেলায় বর্তমানে মোট করোনায় আক্রান্ত ১১ জন। সুস্থ হয়েছে তিন জন। সদর দক্ষিণে এখন পর্যন্ত ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে রিপোট এসেছে ১৫৮ জনের।

আর পড়তে পারেন