কুমিল্লা সদর দক্ষিণে নমুনা সংগ্রহ কারিসহ ৬ জন করোনায় আক্রান্ত
রকিবুল হাসান রকিঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে।
শনিবার (২৩ মে) একদিনে উপজেলায় সাস্থ্য কমপ্লেক্সের করোনার নমুনা সংগ্রহ কারিসহ সর্বোচ্চ ৬ জন আক্রান্ত হয়েছে।
জানা য়ায়, উপজেলার বিজয়পুর ইউনিয়নের উত্তর বিজয়পুররে কুয়েত থেকে আসা প্রবাসী মনির হোসেন গত (২০ মে) করোনায় আক্রান্ত হলে তার পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। এতে পরিবারের ৪ জনের করোনায় পজেটিভ আসে।
আক্রান্তরা হলেন শারমিন (২৫),মেহেদী (৭),তামান্না (১০),মো: তামালেব হোসেন (৬০)। এছাড়াও গতকাল (২২মে) হেমজোরা মৈশান বাড়ির একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত হয়। এদের নমুনা সংগ্রহকারি এবং উপজেলা কৃষ্ণ পুরের আবদুল আউয়াল (৬০) আক্রান্ত হয়।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর দক্ষিণ উপজেলায় বর্তমানে মোট করোনায় আক্রান্ত ১৬ জন। এখন পযর্ন্ত ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে রিপোর্ট এসেছে ১৭১ জনের।