শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে নমুনা সংগ্রহ কারিসহ ৬ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০২০
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে।

শনিবার (২৩ মে) একদিনে উপজেলায় সাস্থ্য কমপ্লেক্সের করোনার নমুনা সংগ্রহ কারিসহ সর্বোচ্চ ৬ জন আক্রান্ত হয়েছে।

জানা য়ায়, উপজেলার বিজয়পুর ইউনিয়নের উত্তর বিজয়পুররে কুয়েত থেকে আসা প্রবাসী মনির হোসেন গত (২০ মে) করোনায় আক্রান্ত হলে তার পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। এতে পরিবারের ৪ জনের করোনায় পজেটিভ আসে।

আক্রান্তরা হলেন শারমিন (২৫),মেহেদী (৭),তামান্না (১০),মো: তামালেব হোসেন (৬০)। এছাড়াও গতকাল (২২মে) হেমজোরা মৈশান বাড়ির একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত হয়। এদের নমুনা সংগ্রহকারি এবং উপজেলা কৃষ্ণ পুরের আবদুল আউয়াল (৬০) আক্রান্ত হয়।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণ উপজেলায় বর্তমানে মোট করোনায় আক্রান্ত ১৬ জন। এখন পযর্ন্ত ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে রিপোর্ট এসেছে ১৭১ জনের।

আর পড়তে পারেন