কুমিল্লা সদর দক্ষিণে ৪নং বারপাড়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজ শুরু
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব”— এই স্লোগান নিয়ে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধনের কাজ শুরু করেছেন।
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু তাহের জানান, যারা এখনো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করেননি, তাদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০১৩ এর ২১ ধারা অনুযায়ী যথাসময়ে নিবন্ধন না করলে এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন সচিব মোঃ মহিউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











