রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটি কর্পোরেশনের ভাগাড়ের দুর্গন্ধে নাকাল ২২ গ্রামের মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০২১
news-image

মো. লুৎফুর রহমান:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) এলাকার হাটবাজার ও বাসাবাড়ির ময়লা, কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত ও বিষহীন বিভিন্ন বর্জ্য ফেলার ভাগাড় থেকে (ডাম্পিং স্টেশন) দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণে নাকাল হয়ে পড়েছেন অন্তত ২২টি গ্রামের বাসিন্দা। ঐ ভাগাড়ে আগুনে পোড়ানো আবর্জনার ধোঁয়া ও পচা বর্জ্যের বিষাক্ত দুর্গন্ধে সেখানকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিকার চেয়ে এরই মধ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এদিকে পরিবেশের দূষণ রোধে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষায় এসব আবর্জনা পরিবহন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি বছরের পর বছর ঝুলে আছে। কুসিক কর্তৃপক্ষ বলছেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২৫৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তা বাস্তবায়ন করা গেলে এ সমস্যা কেটে যাবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কুসিকের ২৭টি ওয়ার্ডের বর্জ্য ফেলার ভাগাড়টির অবস্থান নগরীর বাইরে পূর্বদিকে ভারত সীমান্তের বিবিরবাজার স্থলবন্দর সড়কের আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর-ঝাঁকুনিপাড়া এলাকায়। সেখানে প্রতিদিন নগরীর অন্তত ১০০ মেট্রিক টন বর্জ্য ফেলা হয়। জানা যায়, ঐ বর্জ্য ভাগাড়ের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে—ঝাঁকুনিপাড়া, দৌলতপুর, জগন্নাথপুর, বালুতুপা, খামার কৃষ্ণপুর, অরণ্যপুর, বাজগড্ডা, বারপাড়া, তেতুইপাড়া, দাউদের খেরা, মনাগ্রাম, চাঁপাপুর (উত্তর ও দক্ষিণ), পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর ও নগরীর সংরাইশ এলাকার কিছু অংশ।

ঝাঁকুনিপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন, জহির উদ্দিন, গৃহিণী মনোয়ারা বেগমসহ অন্তত ১২ জন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কুমিল্লা শহরের হাটবাজার, বাসাবাড়ি, ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও মরা পশু-পাখি ফেলার এ স্থানটি অনেকটা কলঙ্কের তিলকের মতো। দুর্গন্ধময় এলাকা হওয়ায় মেহমান (অতিথি) বাড়ি এলে লজ্জায় পড়তে হয়। অনেকে আত্মীয়তা করতে চান না, কোনো কোনো আত্মীয় বেড়াতে আসতেও অনীহা প্রকাশ করেন, এমনকি জমি ক্রয়-বিক্রয়েও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।’

স্থানীয় জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, ‘বর্জ্যের দুর্গন্ধ ও আগুনে পোড়ানো ধোঁয়ায় ভাগাড়স্থলের আশপাশের তিন-চার কিলোমিটার এলাকার প্রায় ২২টি গ্রামের পরিবেশ দূষিত হচ্ছে। এতে অন্তত অর্ধলক্ষাধিক মানুষ ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর এমন দুর্ভোগ নিরসনের জন্য গত প্রায় ১০ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তবে এখানে আধুনিক পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াজাত করা যেতে পারে, অন্যথায় জনস্বার্থে তা সরিয়ে ফেলতে হবে। এটা এলাকাবাসীরও দীর্ঘদিনের দাবি।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘জনবসতির মধ্যে ময়লার স্তূপ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দেশি-বিদেশি অনেক প্রযুক্তি বের হয়েছে, যার মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাত করে তা সম্পদে রূপ দেওয়া যায়, তৈরি করা যায় জৈব সার ও বিদ্যুত্। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে।’

পরিবেশ অধিদপ্তর-কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি অনুসরণ করতে একাধিকবার কুসিক কর্তৃপক্ষকে অধিদপ্তরের বিভাগীয় অফিসে চিঠি দিয়ে তলব করা হয়। তারা সেখানে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এ বিষয়ে সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।’

কুসিক মেয়র মো. মনিরুল হক বলেন, ‘এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে আলোচনাক্রমে তার পরামর্শে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ২৫৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা একনেক বৈঠকে অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ থাকবে না। এছাড়া বর্জ্যের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে যেন জনস্বাস্থ্যের ক্ষতি না হয় সেজন্য ঐ স্থানের চারপাশে উঁচু সীমানাপ্রাচীর নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।’

আর পড়তে পারেন