কুমিল্লা সেনানিবাসে প্রথম ন্যাশনাল ব্যাংক কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে প্রথম ন্যাশনাল
ব্যাংক কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি
মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী এনডিসি,পিএসসি রঙ্গিন বেলুন ও
পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিকেলে খেলা শেষে বিজয়ীদের মাঝে
পুরষ্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের ১১০ জন গল্ফার অংশ নেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ম্যানেজিং
ডাইরেক্টর চৌধুরী মোস্তাক আহমেদসহ সেনানিবাসের উর্ধ¦তন কর্মকর্তা ও
গল্ফারগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে ক্লাবের প্রেসিডেন্ট পুরস্কার বিতরণ করেন।